চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাড়িতেই বসেই তৈরি করুন হেয়ার প্রোটিন অয়েল

জাকিয়া আকতার: স্বাথ্যজ্বল ঘন কালো ও সিল্কি চুলের অধিকারী হতে আমরা কে না হতে চাই? তবে তার জন্য বিশেষ ভাবে প্রয়োজন চুলের যত্ন। মুজবুত ও গ্রোথের জন্য চুলের একমাত্র বন্ধু তেল। সাধারণত তেলের সঙ্গে যদি কিছু উপাদান যোগ করে চুলে দেয়া হয় তাহলে চুল যেমন হয় প্রাণবন্ত তেমনি হয় সুন্দর ও স্থাথ্যজ্বল।

চুলে হেয়ার প্রোটিন অয়েল ব্যবহার করলে চুল মুজবুত ভাবে বেড়ে উঠে। তবে বাইরের হেয়ার প্রোটিন অয়েল না কিনে আপনি বাড়িতেই বসেই তৈরি করতে পারেন হেয়ার প্রেটিন অয়েল।
হেয়ার প্রোটিন অয়েল বানাতে যেসব উপাদান লাগে তা হলো-
আমলকি ৫/৬টি, মেথি-১ চামচ(গোটা অথবা গুড়ো), জবাফুল ৩/৪টি, ই ক্যাপসুল(সফট জেল)ও নারিকেল তেল এক কৌটা।
এবার জেনে নিন কিভাবে তৈরি করবেন হেয়ার প্রোটিন অয়েল-
একটি পাত্রে নারকেল তেল, ই-ক্যাপসুল, আমলকি, মেথি ও জবা ফুল অল্প আচে কিছুক্ষন ফোটান। এরপর ঠাণ্ডা হলে ছেঁকে নিয়ে একটি পরিস্কার কৌটাতে রেখে দিন।ব্যাস তৈরি হয়ে ন্যাচারাল হেয়ার প্রোটির অয়েল। এই হেয়ার টনিক সপ্তাহে দু’বার ব্যবহার করুণ। এতে করে আপনার চুল চবে ঘন কালো ও মৃসণ্।