চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম বাহরাইন পররাষ্ট্র এফেয়ার্স এবং জেনারেল কোর্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডঃ আব্দুল্লাহ বিন রশিদ আল জিয়ানির সাথে বৈঠক করেছেন। এসময় তিনি পরিচয়পত্রের একটি কপি মন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ।

এই সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করে দুই বন্ধুত্বপূর্ণ দেশ এবং তাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং রাষ্ট্রদূত হিসেবে তার সফলতা কামনা করেন।

বৈঠককালে রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যায় প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে বাহরাইন সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। বলেন, অবৈধ প্রবাসীদের সহজ শর্তে বৈধ হওয়ার যে সুযোগ বাহরাইন দিয়েছে তা খুবই প্রশংসনীয়।

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজকীয় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান।