চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাসায় থেকে কাজের যে ছবি ভাইরাল

মহামারী করোনাভাইরাস বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষকে তাদের ঘর থেকে অফিসের কাজ করতে বাধ্য করেছে। গত কয়েক মাস ধরে বেশ কয়েকজন কর্মজীবী বাড়ি থেকেও কাজ করার লড়াইয়ের বিষয়ে কথা বলেছেন।

তাদের অনেকে নিজেদের বাড়ির বাস্তবতা এবং তাদের সহকর্মীরা এমন কিছু বিষয়ে কথা বলেছেন, যা বাইরের মানুষ দেখেন তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে।

এমনই এক বিজ্ঞানী ঘরে বসে নিজের কাজ করার বাস্তব এক ছবি প্রকাশ করার পর তা অনলাইনে ভাইরাল হয়ে যায়।

মূলত আপনি বাড়ি থেকে অফিসের কাজ করার সময় যে সভাগুলোতে অংশ নিয়ে যা দেখছেন, তা আপেক্ষিক হতে পারে।

ওই বিজ্ঞানীর নাম গ্রেটেন গোল্ডম্যান। তিনি পরিবেশগত প্রকৌশলী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারাল জলবায়ু পরিবর্তন নেতৃত্বের ভবিষ্যতের বিষয়ে কথা বলতে সিএনএনের ভিডিওতে অংশ নেন।

ওই বিজ্ঞানী তার ড্রয়িং রুম থেকে ভিডিওতে অংশ নেয়ার সময় তিনি সুন্দর একটি সোফায় বসে পিছনে পারিবারিক ছবি নিয়ে অংশ নেন।

ক্যামেরাটিতে ঘরের যা ক্যাপচার করে নি, তা হলো খেলনাগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তিনি ব্লেজারের নীচে শর্টস পরেছিলেন। একটি টেবিলের উপরে রাখা চেয়ারে তার ল্যাপটপটি রেখে ভিডিওতে অংশ নেন।

গোল্ডম্যান টুইটারে সিএনএন-তে উপস্থিতির ছবির পাশাপাশি আরেকটি ছবি ছবি শেয়ার করেছেন। সেই ছবি দুটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবি দুটিতে ১.৬ লাখ লাইক এবং ১৭০০ শেয়ার হয়।