চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সার পরিকল্পনা ভাঙতে ১১ মিলিয়ন ঢালবে বায়ার্ন

বার্সার অর্থনৈতিক দুর্দশার সুযোগ ভালো ভাবেই কাজে লাগাচ্ছে বাকি দলগুলো। পছন্দের ফুটবল বাছাই করার পর পরই তাকে পেতে বার্সার সাথে টক্কর দিচ্ছে বাকি দল গুলো। বার্সা সেই টক্করে পেরে ওঠছে না। যার সর্বশেষ নাম চেলসি ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। বার্সা তাকে দলে টানতে চাইলেও ১১ মিলিয়নে তাকে দলে পেতে প্রস্তুত বায়ার্ন মিউনিখ।

বার্সার ডিফেন্স সামলানো জেরার্ড পিকে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছে। বার্সা কোচ জাভি হার্নান্দেজের পছন্দের তালিকায় নেই স্যামুয়েল উমতিতি ও ক্লেমেন্ট লেংলেটের নাম। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে রক্ষণভাগে চাই উপযুক্ত কাউকে। সে তালিকায় জাভির পছন্দের শীর্ষে ছিলেন ক্রিস্টেনসেন।

অন্যদিকে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার পর আসছে দলবদলের মৌসুমে চেলসি অধ্যায়ের অবসান ঘটানোর কথা ছিল ২৫ বর্ষী এই ডেনিশ তারকার। বার্সা কিছুটা আলোচনা সেরে রেখেছিল। তবে তাতে বাগড়া দিতে হাজির হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

বাভারিয়ানরা তাদের তারকা নিকলাস সুলেকে বিক্রি করে দিচ্ছে। বরুশিয়া ডর্টমুন্ড সুলেকে দলে যুক্ত করতে সম্মত হয়েছে। সেই শূন্য স্থান পূরণ করতে ক্রিস্টেনসেনকে চায় বাভারিয়ানরা। যার ফলে আরও একবার বিফলে যেতে পারে বার্সার চাওয়া।

বাভারিয়ানরা বার্ষিক ১১ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিতে সম্মত হয়েছে ক্রিস্টেনসেনকে। বার্সার চড়া মূলের বাজারে যা প্রায় কল্পনাতীত। ফলে আরো একবার দৈন্যদশার মাশুল গুনতে হতে পারে জাভিকে।