চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সাকে সুখবর দিলেন মেসির স্বদেশি মার্টিনেজ

আসছে মৌসুমে দুজন খেলোয়াড়কে তাক করে আছে বার্সেলোনা। একজন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার, অন্যজন ইন্টার মিলানে খেলা মেসির স্বদেশি ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ। দুজনকে চাইলেই তো হবে না, মিলতে হবে দামের দিক থেকেও। সেখানেই আটকে যাচ্ছিল বার্সা। তার উপর করোনার থাবা। সবদিক মিলিয়ে দুঃসময় পার করতে থাকা ক্লাবটিকে সুসংবাদ দিলেন মার্টিনেজ।

করোনা থাবা দেয়ার আগে ২৩ বছর বয়সী মার্টিনেজের জন্য ৯৭ মিলিয়ন পাউন্ড বাই আউট ক্লজ বেধে দিয়েছিল ইন্টার। করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই দাম কমাতে বাধ্য হয়েছে ইতালিয়ান ক্লাবটি। মুন্ডো দেপোর্তিভো জানাচ্ছে, মার্টিনেজকে ৮০ মিলিয়ন পাউন্ড হলেই বার্সায় যেতে দেবে ইন্টার।

বার্সা আবার পুরো টাকাটা একেবারে দিতে চাইছে না। চাইছে খেলোয়াড় অদলবদল করতে। সুযোগ বুঝে মার্টিনেজের বদলে আর্তুরো ভিদালকে পুরোপুরি এবং অ্যান্টনে গ্রিজম্যানকে ধারে চায় ইন্টার।

এদিকে মার্টিনেজও গো ধরে বসে আছেন বার্সায় যাবেন বলে। করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারও বুঝে গেছে তাকে ধরে রাখা সম্ভব নয়। মোটামুটি লাভজনক প্রস্তাব পেলেই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছেড়ে দিতে চায় ইতালিয়ান ক্লাবটি।