চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্ধক্য ও অসুস্থতায় ৩৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করায় ৩ দিন না খেয়ে থাকতে হয়েছে বেশ কয়েকজন হজযাত্রীকে

বিশ্বের ১শ’২২টি দেশের হজযাত্রীদের পদভারে মুখরিত পবিত্র নগরী মক্কা। বেশ কয়েকটি হজ এজেন্সির অব্যবস্থাপনায় পানি ও আবাসন সমস্যায় বিড়ম্বনায় দিন কাটছে বাংলাদেশি হাজিদের। অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫জন বাংলাদেশি হজযাত্রী। 

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২০ আগস্ট আরাফাতে অবস্থানের মাধ্যমে পালন করা হবে পবিত্র হজ। মক্কায় হজ মিশনের নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা হাজিদের সেবায় কাজ করছে প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, নার্স, হজ কর্মীসহ প্রায় ৫শ’ ৮০ জনের একটি দল।

বেসরকারি কয়েকটি ট্রাভেল এজেন্সির প্রতারণায় মক্কায় এসে দুর্ভোগে পড়েছেন শতাধিক বাংলাদেশি হজযাত্রী। প্রতারক এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশ হজ মিশনে অভিযোগ করায় ৩ দিন পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে একটি এজেন্সির হজযাত্রীদের।

অভিযুক্ত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষ।

মক্কা পৌঁছে প্রথমেই মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর স্মৃতিবিজড়িত ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন হজযাত্রীরা।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: