চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাবার ছবিতে মেয়ের গান

নায়ক আলমগীর অনেক বছর পর চলচ্চিত্র পরিচালনা করবেন। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। দুই বাংলার জনপ্রিয় দুজন নায়ক এবার অভিনয় করবেন একই ছবিতে। একজন বাংলাদেশের আরিফিন শুভ আর অন্যজন ভারতের কলকাতার প্রসেনজিৎ​। আরও অভিনয় করবেন পাওলি দাম ও পূর্ণিমা।

ছবির শুটিং শুরু হবে এ বছর সেপ্টেম্বর মাসে। কিন্তু এরই মধ্যে ছবির কাজ শুরু হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘একটি সিনেমার গল্প’র প্রথম গান রেকর্ডিং হয় এসআই টুটুলের স্টুডিওতে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নায়ক আলমগীরের মেয়ে আঁখি আলমগীর। গানটির শিরোনাম ‘আমারই পৃথিবী তুমি একটাই’।

গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। রোমান্টিক মেজাজের এই গানে আঁখির সঙ্গে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।

নায়ক আলমগীর সর্বশেষ চলচ্চিত্র পরিচালনা করেন গত শতকের নব্বই দশকের মাঝামাঝি। আঁখি ফিল্মস থেকে প্রযোজিত সব ছবিই তিনি পরিচালনা করেছেন। নায়ক হিসেবে তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

এর আগে নায়ক আলমগীর পরিচালিত দুটি ছবিতে গান গেয়েছেন আঁখি। তিনি বলেন, ‘আব্বু অনেক বছর পর চলচ্চিত্র পরিচালনা করছেন। আব্বুর সিনেমায় আবারও গান গাওয়ার সুযোগ পেয়েছি, সত্যিই ভালো লাগছে। আব্বু কিন্তু পুরো গানের রেকর্ডিংয়ে স্টুডিওতে বসে ছিলেন। তার সব কিছুই নিখুঁত হওয়া চাই। এতটুকু কমবেশি তিনি মেনে নেবেন না। যেখানে প্রয়োজন মনে করেছেন, পরামর্শ দিয়েছেন। তার সামনেই আমাদের গাইতে হয়েছে।’

‘একটি সিনেমার গল্প’ যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট আর ভারত থেকে এস কে মুভিজ। ছবিটির সব কাজ দেখাশোনা করছে জাজ মাল্টিমিডিয়া।

একজন পরিচালক, একজন নায়ক আর একজন নায়িকার ব্যক্তিজীবন, কর্মজীবন আর এর মাঝে নানা সংকট উঠে আসবে ছবিটির গল্পে। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আলমগীর নিজেই।