চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বান্ধবীর মনের দুঃখ, মনেই রেখে গেলেন সালা

বিমান দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর কথা মানতে পারছেন না এমিলিয়ানো সালার বান্ধবী লুইজা আঞ্জেরার। তার মনে হয়, এখনো বেঁচে রয়েছেন সালা।

ব্রাজিলের ভলিবলার লুইজা খেলতেন ফ্রান্সের নঁতের ভলিবল দলে। যে ক্লাবে সালা ফুটবল খেলতেন। ২০১৭ সালে ফরাসি ক্লাবে খেলার সুবাদে পরিচয় হয়েছিল সালার সঙ্গে।

অশ্রুসজল চোখে সেসব দিনের কথা বলতে গিয়ে গলা ধরে এসেছিল লুইজার। তার কথায়, ‘অনুশীলনের পরে দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি। নঁতের রাস্তায় একসঙ্গে দু’জনে সময় কাটাতে গেলে বহু সমর্থকের সঙ্গে দেখা হত। সকলের সঙ্গে সালা হাসিমুখে কথা বলত। আগের ম্যাচে খারাপ খেললে সমর্থকদের কাছে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নিত। নির্মল হৃদয়ের একজন খেলোয়াড় ছিল সালা।’

ব্রাজিলের টেলিভিশন চ্যালেন গ্লোবোকে সাক্ষাতকার দিতে গিয়ে ভলিবলার লুইজা বলেছেন, ‘কার্ডিফে খেলাটা তার কাছে স্বপ্নের মতো ছিল। বিশ্বের সেরা ফুটবল লিগে খেলার ডাক পাওয়ার পরে শিশুর মতো আনন্দে লাফিয়েছে। কীভাবে, কী করবে, তা নিয়ে ভাবনার অন্ত ছিল না।’

কার্ডিফে যাওয়ার জন্য বিমানে ওঠার আগে একাধিকবার সালার সঙ্গে তার কথা হয়েছে। কী কথা হয়েছে? সে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন লুইজা, ‘কার্ডিফে গিয়ে অনুশীলনে নামবে। সেখানে থাকার সময় প্রতিদিনের রুটিন কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছে। কথা আর শেষ হতে চাইছিল না। ঘুণাক্ষরে বুঝতে পারিনি, ওটাই তার সঙ্গে আমার শেষ কথা।’

‘বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরে বিশ্বাস করিনি। কিন্তু একদিন বিশ্বাস করতেই হল। তাকে দেখার ইচ্ছে ছিল, তা আর হল না। মনের দুঃখ, মনে রেখে দিলাম।’ লুইজার সংযোজন।

ফরাসি ক্লাবটি ছেড়ে ব্রিটিশ ক্লাব কার্ডিফে যোগ দিয়েছিলেন সালা। গত ২১ জানুয়ারি সেখানে যাওয়ার সময়ই বিমান দুর্ঘটনায় মারা গেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বুধবারই সালার মৃতদেহ নিজ দেশ আর্জেন্টিনায় ফেরার কথা রয়েছে।