চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বান্দরবানের পাহাড়ি প্রকৃতিতে এখন অপার সৌন্দর্যের হাতছানি

পর্যটন নগরী বান্দরবানের পাহাড়ি প্রকৃতিতে এখন অপার সৌন্দর্যের হাতছানি। বৃষ্টির এ মৌসুমে পাহাড়ের রূপ দেখার পাশাপাশি অনেক ভ্রমণপিপাসু নেমে যাচ্ছেন খরস্রোতা নদীতে।

পাথুরে নদীর পরতে পরতে সাজানো ঝিরি-ঝরণায় মুগ্ধ পর্যটকরা। বান্দরবান শহর থেকে এভাবেই ছুটে চলে চাঁদের গাড়ি। সবুজ পাহাড়ের ভাজে ভাজে আনন্দ, উত্তেজনা।

কখনও দুই থেকে আড়াই হাজার ফুট উপরে, আবার পাহাড়ের পায়ের কাছে নেমে আসে রাস্তা। বৃষ্টির মওসুমে আদ্রতা বেশি থাকায়, পাহাড় বেয়ে অনেক নিচে নেমে আসে মেঘ।

শুধু পাহাড়ে নয়, পর্যটকরা নেমে পড়ছেন পাহাড় ঘেরা নদীতেও। পাথুরে নদীর বাঁকে বাঁকেও শিহরিত পর্যটকরা। ঝিরির পথ ধরে ঝরণার আহবানে উঠে যাচ্ছেন পাহাড়ের বুকে। শরীর ভাসাচ্ছেন জলপ্রপাতে, স্বচ্ছ পানিতে।

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়ে ক্ষোভ থাকলেও থেমে নেই পর্যটকদের প্রকৃতি দর্শন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: