চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাদাম চাষে লাভবান কৃষক

কক্সবাজারের চরাঞ্চলে বাড়ছে বাদাম চাষ। তামাকের চেয়ে লাভ বেশি হওয়ায় বাদাম আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের।

কক্সবাজারের মাতামুহুরি ও বাঁকখালি নদীর চরে দু’বছর আগেও শুষ্ক মৌসুমে তামাক চাষ করতেন কৃষক। সেসব জমিতেই এখন চাষ হচ্ছে বাদাম। কৃষক লাভও পাচ্ছে অনেক বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব, জেলায় ত্রিদানা, ঝুমকা, চিনা ও বারি জাতের বাদাম চাষ হয়েছে বেশি।

জেলায় এবার বাদাম চাষ হয়েছে দুশ’ হেক্টর জমিতে।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: