চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাদল দিনের প্রথম কদম ফুল

আজ পহেলা আষাঢ়, বর্ষার প্রথম দিন। গ্রীষ্মের খরতাপ কাটিয়ে বর্ষার প্রথম দিনেই নাগরিক জীবনে নেমেছে প্রশান্তির বৃষ্টি। বৃষ্টির দিন মানেই এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপের সঙ্গে কানে হেডফোন গুঁজে বৃষ্টির গান শোনা কিংবা কাঁথা মুড়ি দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। বর্ষার সময়টা উপভোগ করার জন্য তেমনই কিছু গান:

আজি ঝরঝর মুখর বাদল দিনে (রবীন্দ্রনাথ ঠাকুর)

বর্ষা (শিরোনামহীন)

বৃষ্টির গান (জলের গান)

এই বৃষ্টি ভেজা রাতে (আর্টসেল)

এমন দিনে তারে বলে যায় (রবীন্দ্রনাথ ঠাকুর)

এপিটাফ (অর্থহীন)

যদি মন কাঁদে (হুমায়ূন আহমেদ)

এসো হে সজল শ্যাম-ঘন-দেয়া (কাজী নজরুল ইসলাম)

স্নিগ্ধশ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা (কাজী নজরুল ইসলাম)

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা (সতীনাথ মুখোপাধ্যায়)

এই মেঘলা দিনে একলা (হেমন্ত মুখোপাধ্যায়)
)
বৃষ্টি পড়ে (বাপ্পা মজুমদার)

বাদল দিনের প্রথম কদম ফুল (রবীন্দ্রনাথ ঠাকুর)