চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাচ্চুর সময়ে বেসিক ব্যাংকের ‘নিয়োগ দুর্নীতি’র অভিযোগ তদন্তের আবেদন

শেখ আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন ২০১২ থেকে ১৪ সালের মধ্যে ব্যাংকে ১ হাজার ১৭৩ জনের ‘নিয়োগে দুর্নীতি’র অভিযোগ তদন্তে স্বপ্রণোদিত রুল জারির আবেদন করা হয়েছে।

‘যেমন খুশি তেমন নিয়োগ বেসিক ব্যাংকে’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন।

এছাড়া এই আবেদনে নিয়োগ সংক্রান্ত অডিট রিপোর্ট হাইকোর্টে উপস্থাপন এবং আবদুল হাই বাচ্চুকে হাজিরের নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী টাইটাস হিল্লোল রেমা চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘‘যে আবেদনটি হাইকোর্টে করেছি সেটা রিট নয়। পত্রিকায় প্রকাশিত বেসিক ব্যাংকের ‘নিয়োগে দুর্নীতি’ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে আজ হাইকোর্টে আমি আবেদনটি করি। আদালত আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আগামিকাল বিষয়টি কার্যতালিকায় আসলে এ বিষয়ে শুনানি হবে।’’