চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাঘের প্রকৃত সংখ্যা জানতে সুন্দরবনে দ্বিতীয় দফার সার্ভে শুরু

দক্ষিণ এশিয়ায় বাঘের প্রকৃত সংখ্যা বের করতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে একযোগে বাঘ মনিটরিং করা হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্ভের দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হয়েছে। বন কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে সুন্দরবনে বাঘের হ্রাস-বৃদ্ধি, ঘনত্ব, খাদ্যাভ্যাসের তথ্য পাওয়া যাবে।

ইউএসএইড-এর বাঘ অ্যাকটিভিটি প্রকল্পের অর্থায়নে সুন্দরবনে বাঘের হ্রাসবৃদ্ধি যাচাইয়ে বাঘ মনিটরিং-এর দ্বিতীয় দফার সার্ভে শুরু করেছে বনবিভাগ। এ কাজে ওয়াইল্ড টিম বনবিভাগকে সহায়তা করছে। এজন্য ৫৬ জন কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সুন্দরবনের ৪৮০ কিলোমিটার এলাকায় উচ্চপ্রযুক্তির প্রায় পাঁচশ ক্যামেরা বসানো হচ্ছে। টানা ৪০ দিন এসব ক্যামেরায় বাঘের ছবি ধারণ করা হবে।

এবারই প্রথম এ কার্যক্রম একযোগে শুরু হয়েছে ভারত, নেপাল ও ভুটানে। সার্ভের তথ্য বাঘ সংরক্ষণ ও ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বন বিভাগ।

২০১৭ সালে সুন্দরবনে বাঘ মনিটরিংয়ের প্রথম দফার সার্ভে পরিচালিত হয়। দ্বিতীয় দফার এ সার্ভে শেষে ফলাফল প্রকাশ করা হবে।

আরও বিস্তারিত দেখুন দানিয়েল সুজিত বোসের ভিডিও রিপোর্টে-