চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাগমারায় আত্মঘাতী যুবকের পরিচয় খুঁজছে পুলিশ

রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে বোমা হামলার পর ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম। ঘটনা উদঘাটনে কাজ করছেন গোয়েন্দারাও।

শুক্রবার ওই মসজিদে হামলার পর থেকেই থমথমে রাজশাহীর বাগমারার মচমইল এলাকা। নিহত অজ্ঞাত যুবকের পরিচয় জানতে কাজ শুরু করেছে পুলিশ। গোটা এলাকা রাখা হয়েছে নজরদারিতে।

এছাড়াও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া বর্ণনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তদন্তে।

স্থানীয় কাদিয়ানী নেতারা জানান, হামলার আশঙ্কার কথা গোয়েন্দারা আগেই জানিয়েছিলো।

কাদিয়নী রাজশাহীর প্রচার সম্পাদক মো. সালাউদ্দিন বলেন, ডিজিএফআইয়ের প্রধান এই ব্যাপারে একটি চিঠিও নিয়ে এসেছিলেন। তারা জানিয়েছিলেন, আহমাদী; যাদের কাদিয়ানী বলা হয়, শিয়া এবং খ্রিস্টান এই তিন গ্রুপের উপর হামলা হতে পারে।

হামলাটি আত্মঘাতী কিনা তাও তদন্ত করা হচ্ছে। বিস্ফোরিত বোমাটি স্থানীয়ভাবে তৈরি বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বোমাটি স্থানীয়ভাবে তৈরি। তারপরও তদন্ত যা পাবো সেটাই আমরা নিশ্চিত করবো।

দোষীদের খোঁজ পেতে নিহত যুবকের পরিচয় শনাক্তকেই বেশি গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।