চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের টিকিট বিক্রি কবে-কোথায়

বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের টিকিট বিক্রি
শুরু হবে ৩ জুলাই শুক্রবার। আগামী ৫ জুলাই থেকে শুরু হওয়া সিরিজের টিকিট
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের মোবাইল মানি ইউক্যাশ এবং তাদের নির্ধারিত
শাখার মাধ্যমে বিক্রয় হবে। ম্যাচের দুই দিন আগে (৩ জুলাই) ইউক্যাশের মাধ্যমে আর
ম্যাচের আগের দিন নির্ধারিত ব্যাংক শাখা থেকে টিকিট কিনতে পারবেন
ক্রিকেটভক্তরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ঢাকার ম্যাচগুলোর
টিকিট বিক্রি হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪টি শাখায়।
শাখাগুলো হলো- মিরপুর রোড শাখা, মিরপুর শাখা, শান্তিনগর শাখা, উত্তরা শাখা ও
প্রগতি সরণি শাখা। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য একটি ওয়ানডে ও একটি টেস্টের
টিকিট পাওয়া যাবে চট্টগ্রামের ৪টি শাখায়। শাখাগুলো হলো- হালিশহর শাখা,
দামপাড়া শাখা, মুরাদপুর ও আন্দরকিল্লা শাখা।

ঢাকায়
মিরপুর শাখা এবং চট্টগ্রামের হালিশহর শাখা ছাড়া বাকি শাখাগুলোতে ইউক্যাশের
মাধ্যমে টিকেট কেনা যাবে। ওই দুটি শাখা থেকে সরাসরি টিকিট কিনতে হবে
গ্রাহকদের।

দুটি টি২০ ও ২টি ওয়ানডে ম্যাচের জন্য
মিরপুরের টিকিটের দাম পূর্ব গ্যালারি ১৫০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০
টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, গ্র্যান্ড
স্ট্যান্ড (উত্তর ও দক্ষিণ) ৩০০০ টাকা। বিসিবি হসপিটালিটি বক্স ৩০০০ হাজার
টাকা। একই ভেন্যুতে অনুষ্ঠিত টেস্টের টিকিট মূল্য যথাক্রমে ৫০, ৮০, ২০০,
৩০০, ৫০০ ও ১০০০ টাকা।

চট্টগ্রাম একমাত্র ওয়ানডে
টিকিটের মূল্য পূর্ব গ্যালারি ১৫০, পশ্চিম গ্যালারি ২৫০, ক্লাব হাউজ পূর্ব ও
পশ্চিম ৫০০, ইন্টারন্যাশনাল গ্যালারি ১০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০০
টাকা। একই ভেন্যুতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের টিকিট মূল্য যথাক্রমে ৫০,
৮০, ২০০, ৩০০, ও ৫০০ টাকা।

সাউথ আফ্রিকা দল
ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। এ সিরিজে তারা ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি২০ ম্যাচ খেলবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একটি টেস্ট, ২টি
ওয়ানডে ও ২টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি একটি টেস্ট ও একটি ওয়ানডে
অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।