চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিশরের আইএসের হামলায় নিহতের সংখ্যা ৫০

মিশরের সিনাই উপত্যকায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের হামলায় দেশটির ১০ সেনা সদস্যসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

সেনাবাহিনীর সঙ্গে ওই সংঘর্ষে ৩৮ জঙ্গি নিহত এবং তাদের ব্যবহৃত তিনটি যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা সিনাইয়ের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর পাঁচটি চেকপয়েন্টে ওই হামলা চালায়।

এর আগে শহরের এক পুলিশ স্টেশনের বাইরেও তিনটি গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। হামলাকারীরা বেশ কয়েকজন সেনা সদস্যকেও অপহরণ করেছে।

হামলার দায় স্বীকার করেছে আইএস-এর মিশর শাখা।

জঙ্গিদের দমনে তাৎক্ষনিকভাবে বিমান বাহিনীর যুদ্ধবিমান পাঠিয়েছে মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মিশরের যুদ্ধবিমান পাঠানোর পর পরই দেশটির সঙ্গে সাময়িকভাবে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল।