চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফরসূচি

অস্ট্রেলিয়ার আসন্ন সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অসিরা।

এ অক্টোবরের ৯ ও ১৭ তারিখে টাইগারদের মুখোমুখি হবে তারা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বাংলাদেশে পৌঁছার পরদিনই ২৯ সেপ্টম্বর থেকে টানা ২ অক্টোবর পর্যন্ত ঢাকার জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করবে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া।

৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের সাথে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতিমূলক টেস্ট ম্যাচ খেলবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানধারী দল অস্ট্রেলিয়া। এরপর অক্টোবরের ৬ তারিখে চট্টগ্রামের যাবে অসি বাহিনী।

চট্টগ্রামে দুই দিনের অনুশীলন শেষে ৯ তারিখ থেকে সফরের প্রথম টেস্ট ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হবে তারা।

১৪ তারিখে ঢাকায় এসে দুদিন অনুশীলন করে ১৭ তারিখ থেকে টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে অবতীর্ণ হবে অসিরা।

দীর্ঘ ২৬ দিনের বাংলাদেশ সফর শেষে অক্টোবরের ২২ তারিখে দেশে ফিরবে অস্ট্রেলিয়া।