চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধের সিদ্ধান্তে সরকার অটল

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেছেন, জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা, অটোটেম্পু এবং সব ধরনের অযান্ত্রিক বাহন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসবে না সরকার।

রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, দেশের আড়াই লাখ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র তিন হাজার ৫শ ৭০ কিলোমিটার জাতীয় মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। জনগণের নিরাপত্তার স্বার্থেই সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, মহাসড়কগুলোতে দুঘর্টনা কমাতে হলে প্রতিটি মহাসড়কে থ্রি হুলার যানবাহন নিষিদ্ধ করা এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। এই সিদ্ধান্ত থেকে কিছুতেই সরে আসবে না সরকার।