চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের বিপক্ষে একাদশ নিয়ে ধাঁধায় নিউজিল্যান্ড

সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, তাতে টাইগারদের বিপক্ষে সেরা একাদশ নির্বাচন নিয়ে ধাঁধায় রয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে মাথাব্যথা রয়েছে বলে স্বীকারও করেছে ব্ল্যাক ক্যাপসরা। বুধবার মুখোমুখি হবে টাইগার ও কিউইরা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ১০ উইকেটে জয়ের দিনে হাফসেঞ্চুরি করে অপরাজিত ছিলেন কলিন মুনরো। বাংলাদেশের বিপক্ষেও এই বাঁহাতি ব্যাটসম্যানের থাকার বিষয়টি উড়িয়ে দেননি দলের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান।

তবে সেরা একাদশ নিয়ে মুখে কুলুপ এটেছেন কিউইদের সাবেক এ তারকা ব্যাটসম্যান। তিনি ওয়ান নিউজ নাউকে বলেছেন, ‘আপনি জানেন না, তবে আমরা (দল নির্বাচন) করতে পারি এবং সেটা কেবলমাত্র আমরাই জানতে চাই।’

খেলোয়াড়ি ক্যারিয়ারে বড় বড় ছক্কা হাঁকানো ম্যাকমিলান আরও বলেন, ‘আপনারা যথা সময়ে দল খুঁজে পাবেন। কিন্তু আমি বললাম, এটি আমাদের ব্যাপার, যা কয়েকজন লোকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।’

একাদশ নিয়ে কিছু খোলাসা না করলেও দলে গভীরতা থাকবে বলেই জানাচ্ছেন ম্যাকমিলান, ‘আমরা স্কোয়াডে গভীরতা রাখব এবং এটা (হাফসেঞ্চুরি) কলিনের আত্মবিশ্বাসের জন্য দারুণ ছিল। গত বছর তার জন্য একটি কঠিন সময় ছিল এবং তিনি এখন মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যা দেখতে খুব ভালো লাগছে।’