চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশের দর্শকদের সামনে আসছে বিশ্বকাপ ট্রফি

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে খুব বেশিদিন বাকি নেই। আসছে বছরের ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে ওয়ানডে বিশ্বকাপের জমজমাট আসর। যে ট্রফির জন্য লড়বে দশটি দেশ, সেটি আসছে বাংলাদেশে।

বুধবার সকালে ঢাকায় পৌঁছাবে ২০১৯ বিশ্বকাপের ট্রফি। দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরাও।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একাডেমি ভবনের সামনে বুধবার সকাল সাড়ে ১০টায় রাখা হবে বিশ্বকাপ ট্রফিটি। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির জন্য ক্যাম্পে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন দুপুর ১২টায়।

বৃহস্পতিবার সর্বসাধারণের প্রদর্শনের জন্য ট্রফি রাখা হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে সেখানে। ১৯ অক্টোবর ট্রফি চলে যাবে সিলেটে। সেখানেও সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি।

২০ অক্টোবর ট্রফি যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরদিন বাংলাদেশ থেকে নেপালে নিয়ে যাওয়া হবে ট্রফি। গত ২৭ আগস্ট ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। ৯ মাসে মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করবে সোনালি ট্রফিটি।