চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের জয়ে বিস্মিত হওয়ার কিছু নেই: গাভাস্কার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যবধানটা বড় হলেও টাইগারদের এই জয়ে মোটেও বিস্মিত নন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে গাভাস্কার বলেন, টেস্টে এখনো পুরোপুরি আত্মবিশ্বাসী না হলেও ওয়ানডেতে বাংলাদেশ টেস্ট খেলুড়ে অন্যদলগুলোর মতোই সেরা।

তিনি আরো বলেন, গত কয়েক বছর ধরে ওয়ানডেতে বাংলাদেশ যে ক্রিকেট খেলছে, বিশেষ করে বিশ্বকাপ ও সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে, তাতে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের এই জয়ে আমি মোটেও বিস্মিত নই।

বাংলাদেশের ওয়ানডে উত্থানের পেছনে বিপিএলের(বাংলাদেশ প্রিমিয়ার লীগ) দারুণ ভূমিকা আছে বলেও মনে করেন গাভাস্কার।

তার সাক্ষাতকারে উঠে আসে ম্যাচ পরবর্তী বাংলাদেশী সর্মকদের উচ্ছ্বাস, বিশেষ করে মওকা মওকা আওয়াজ, বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্ত ও ক্রিকেটে বাংলাদেশ-ভারতের নতুন প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক সহ নানা দিক।