চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বাংলাদেশী পরিবারটিকে জোর করে ধরে নেওয়া হয়েছে’

ব্রিটেনের লুটনবাসী বাংলাদেশী পরিবারটিকে জোর করে আইএস নিয়ন্ত্রিত সিরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই পরিবারের আরেক সদস্য।

‘পরিবারটি সিরিয়ায় আরো ভালো আছে’ বলে আইএস এর বক্তব্যকে শনিবার প্রচারণা এবং মিথ্যা দাবি করেছেন নাম প্রকাশ না করা ওই সদস্য।

সিরিয়ায় অবস্থানরত ৭৫ বছর বয়সী আবদুল মান্নান ও তার পরিবারের ১০ সদস্যকে ইস্তাম্বুল হোটেল থেকে সিরিয়ায় নেওয়া হয়।

আইএস-এর হয়ে সিরিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে ইস্তাম্বুলসহ তিনটি শহরে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আইএস সম্পৃক্ততার অভিযোগে এয়ার এশিয়ার দুই পাইলটকে বরখাস্ত করেছে ইন্দোনেশীয় সরকার। তাদের বিরুদ্ধে আইএস-এর সমর্থনে ফেইসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে।