চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়া নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর এবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অঙ্গীকার করবে বাংলাদেশ।

অন্য এক ইভেন্টে বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন ইস্যুতে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এর বাইরে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এবং আন্তর্জাতিক টেলিকম পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২১ সেপ্টেম্বর ফ্রান্স এবং জার্মানির পররাষ্টমন্ত্রী তিন দিনের সফরে ঢাকা আসছেন।