চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বল প্রধানমন্ত্রীর কোর্টে ছেড়ে দিয়েছি: মুজাহিদুল ইসলাম সেলিম

বাম গণতান্ত্রিক জোট স্পষ্ট করে বলেনি তারা নির্বাচনে যাবে কী যাবে না। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বল প্রধানমন্ত্রীর কোর্টে ছেড়ে দিয়েছি।

মঙ্গলবার রাতে গণভবনে বাম গণতান্ত্রিক ঐক্যজোটের সঙ্গে সংলাপ শেষে এ কথা বলেন তিনি।

সংলাপে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বাম জোটের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক চেষ্টা করে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আবার যুদ্ধাপরাধীদের জোট ক্ষমতায় আসতে পারে।

বিভিন্ন বিষয়ে একমত পোষণ করলেও অনেক বিষয়েই ভিন্নমত পোষণ করেন বলে জানান বাম নেতারা।

সন্ধ্যা ৭ টার আগেই গণভবনে পৌঁছান বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী সাইফুল হক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ৮ দলের ১৬ নেতা । আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাগত জানান তাদের। সাড়ে ৭ টার দিকে বৈঠকের শুরুতে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সংলাপ ও গণভবনে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১৫ মিনিটের সূচনা বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বাম জোটের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বাম জোটের প্রস্তাবসহ সংলাপের বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত মতামত দেবেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্টের আন্দোলন নিয়েও মন্তব্য করেন তিনি।

ঐক্যফ্রন্টের আন্দোলনের হুমকির জবাব দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, তারা রাজপথে আন্দোলনের নামে সন্ত্রাস করলে ১৪ দলও ঘরে বসে থাকবে না। বিভিন্ন জোটের মতামতকে গুরুত্ব দিয়েই সংবিধানের আলোই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে।