চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বর্ষার ফুলে সেজেছে প্রকৃতি

গ্রীষ্ম আর বর্ষার ফুলে সেজেছে প্রকৃতি। কিন্তু নগরায়ন ও বৃক্ষ নিধনের কারণে মেহেরপুর থেকে দিন দিন উজাড় হচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ। প্রকৃতির অলঙ্কার এই ফুল গাছ সংরক্ষণে বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত কিছু উদ্যোগ নেয়া হলেও কার্যকর কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক ফুল। বাংলার পথের ধারের ফুল যেমন পথিকের মন জুড়িয়ে দেয়, তেমনি আবেগতাড়িতও করে। কবি-সাহিত্যিকদের জন্য রসদ যোগায়। তবে, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, সোনালু, কামিনী. কাঠগোলাপ, মধুমঞ্জুরীসহ দেশিয় ঐতিহ্যের ফুল গাছগুলো এখন আর খুব একটা দেখা যায় না। নগরায়ন, সড়ক প্রশস্ত করা ও আবাসনের কারণে বৃক্ষ নিধনে হারিয়ে যাচ্ছে প্রকৃতির এই অলঙ্কার।

বাড়ির সামনে বা ছাদে ছোট পরিসরে ছোট আকৃতির ফুলগাছ লাগানোর উদ্যোগ দেখা গেলেও ফুলের বড় গাছগুলো সংরক্ষণের কোন উদ্যোগ চোখে পড়ে না।

পরিবেশবিদরা বলছেন, ফুল শুধু প্রকৃতির অলঙ্কারই নয়, কীট পতঙ্গ আর পাখিদের বেঁচে থাকার অনুসঙ্গও।

সব ঋতুর সব রঙের ফুল টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্টে দেখুন বিস্তারিত: