চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্ট ক্যাম্প

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (১৩ মার্চ ) দেশের বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হলো।  

টিম গ্রুপ ও টুয়েলভ ক্লথিং লিমিটেড এর সৌজন্যে এবং বনানী ডিওএইচএস পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল রাকিব এবং টুয়েলভ ক্লথিং লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার মতিউর রহমান।

বাংলাদেশের প্রখ্যাত ১৫ জন চিত্র শিল্পীদের চিত্রাঙ্কন নিয়ে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। চিত্রশিল্পীদের মধ্যে ছিলেন-রফিকুন্নবী, জামাল আহমেদ, শিশির ভট্টাচার্য, নিসার হোসেন, কামাল উদ্দিন ,হেলাল, তুহিন, কংকন ও আরো অনেকেই।

বঙ্গবন্ধু এবং মুজিব শতবর্ষকে বিষয়বস্তু হিসেবে ধরে নিয়ে ছবি গুলো আঁকা হয়। পরবর্তিতে তাদের আঁকা ছবিগুলো অকশনের মাধ্যমে বিক্রি হবে এবং এই সেই টাকা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বন্টন করা হবে।