চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বরিশালে সরাসরি ধান বিক্রি করতে পেরে খুশি কৃষক

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেছেন জেলা প্রশাসক।

বরিশাল বিভাগে ৫ হাজার ১৯ টন ধান ও ১৬ হাজার ৩০ টন চাল সংগ্রহ করা হবে । যে সব উপজেলায় কৃষকদের কার্ড রয়েছে তাদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। কৃষকদের দাবি অনুযায়ী বাজারের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে কেনা হচ্ছে এই ধান।

বরিশাল সদর উপজেলায় সোমবার দুই কৃষকের কাছ থেকে ৩ টন করে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

বরিশাল সদর উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, বরিশাল জেলায় ১ হাজার ৫৮৭ টন ধান এবং ৪ হাজার ৪৫১ টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।

গ্রাম এলাকায় পাইকাররা মনপ্রতি মোটা-চিকন ভেদে ৪ থেকে ৫ শত টাকা দরে ধান কিনছেন। কৃষক আন্দোলনের মুখে সরকারের এখন তাদের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা দরে ধান কিনছেন।