চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বরিশালে পাশের হারে এগিয়ে ঝালকাঠি

বরিশালে পাশের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি জেলা। ঝালকাঠির পাশের হার ৮২.৭৮ শতাংশ। দ্বিতীয় বরিশাল পাশের হার ৮০.১৪ শতাংশ। তৃতীয় পিরোজপুর পাশের হার ৭৮.৫৯ শতাংশ, চতুর্থ পটুয়াখালী ৭৫.৯৪ শতাংশ,পঞ্চম বরগুনা ৭২.২১ শতাংশ এবং  ষষ্ঠ অবস্থানে ভোলা পাশের হার ৭০.৫৮ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছেন ৭২ হাজার ৩’শ ৫৮ জন। পাশের হার ৭৭.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২হাজার ২’শ ৮৮জন। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯১ শতাংশ, মানবিকে ৬৯.০১ শতাংশ এবং ব্যবসা শিক্ষায় পাশের হার ৭৭.৪৩ শতাংশ। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯৩ হাজার ৬শ’৭৬ জন।

তবে বরিশালের বানারীপাড়া উপজেলার একটি এবং ভোলার লালমোহন উপজেলার একটি স্কুল থেকে কেউ পাশ করেনি।