চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বন ও বন্যপ্রাণী বিষয়ে বই

চিরসবুজের দেশ বাংলাদেশ। বৈচিত্র্যময় এ দেশের বনেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। চিরসবুজ বন, পত্রঝরা বন এবং সুন্দরবন আমাদের গর্ব। এসব বনে বিচরণ করে অসংখ্য বন্যপ্রাণী। এরা বনের গাছপালা থেকেই জোগাড় করে বেঁচে থাকার খাদ্য ও আশ্রয়।

বন্যপ্রাণী যেমন বনের ওপর নির্ভরশীল, বনের স্বাভাবিক ভারসাম্যও বন্যপ্রাণীর ওপর নির্ভরশীল। আবার বন ও বন্যপ্রাণীর সাথে মানুষের রয়েছে আত্নিক সম্পর্ক। বন, বন্যপ্রাণী ও মানুষের সুন্দর আগামীকে কেন্দ্র করে এবার একটি বই প্রকাশ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। 

বইটির নাম ‘বাংলাদেশের বন ও বন্যপ্রাণী’। বইটি লেখক তিনজন। তারা হলেন; মুকিত মজুমদার বাবু, শামীম আহমেদ ও হুমায়ুন কবীর।

অমর একুশে বইমেলা’১৬ উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ধারাবাহিক প্রকাশনার অংশ এবারের বই ‘বাংলাদেশের বন ও বন্যপ্রাণী’।

শনিবার বিকেলে বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. নূর জাহান সরকার।

১০৪ পাতার আর্টপেপারে ছাপা প্রকৃতির অনিন্দ্য সুন্দর ছবিগুলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মীদলের তোলা। রাজিব রায়ের প্রচ্ছদে সুদৃশ্য বইটির দাম ৪০০ টাকা।