চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘তিতলি’

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘তিতলি’তে রূপ নিয়েছে।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় তিতলি-বঙ্গোপসাগরে নিম্নচাপ
স্যাটেলাইট ছবি: আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট

‘তিতলি’ নামের ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার মধ্যরাতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।