চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গোপসাগরে কার্গো প্লেন বিধ্বস্ত, পাইলট নিহত

কক্সবাজারে বঙ্গোপসাগরে বাংলাদেশী ট্রু এভিয়েশনের কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলট গুফারেড (৪৮) নিহত হয়েছেন। তিনি ইউক্রেনের নাগরিক। আরো এক ইউক্রেনের নাগরিককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্গো বিমানে থাকা আরো দু’জন দুর্ঘটনার পর থেকে নিখোঁজ আছেন।

দুর্ঘটনার পরই স্থানীয় জেলেরা দুইজনকে উদ্ধার করে। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাইলট গুফারেডকে মৃত ঘোষণা করা হয়। কার্গো বিমানে থাকা ইউক্রেনের আরেক নাগরিক পেটরোবিবান (৪৫) এর পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি  এখন আশংকামুক্ত।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক গোলযোগের কারণে বেসরকারি কার্গো বিমানটি যশোরের উদেশে রওয়ানা দিয়েও আবার এয়ারপোর্টে ফিরে আসার চেষ্টা করে। কয়েক দফা যোগাযোগের পরেও শেষ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ট্রু এভিয়েশনের কার্গো বিমানটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিখোঁজ আছেন দুইজন। তারা ইউেক্রেনের নাগিরক।

ট্রু এভিয়েশনের অ্যান্টানভ-টুইন্টিসিক্স কার্গো বিমানটি প্রতিদিনের মতো
চিংড়ির পোনা  নিয়ে সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজার থেকে যশোরের উদেশে রওয়ানা
হয়। কক্সবাজার বিমান বন্দর থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে মহেশখালির
সোনাদিয়া দ্বীপ এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। খবর পেয়ে উদ্ধারে নামে কোস্ট গার্ড, ফায়ার সার্ফিস এবং পুলিশ।