চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বঙ্গবন্ধু হত্যায় রাঘব বোয়ালদের বিচার করা যায়নি: প্রধান বিচারপতি

তদন্তে ত্রুটির কারণে জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ষড়যন্ত্রের সাথে জড়িত রাঘব বোয়ালদের বিচার করা যায়নি মন্তব্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে অনেক  রাঘব বোয়ালই জড়িত ছিল।

জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি এই মামলার নথি পর্যালোচনা করে দেখেছি অনেক  রাঘব বোয়ালই হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল। কিন্তু তদন্তে ত্রুটির কারণে আমরা তাদের আর বিচার করতে পারিনি।’

প্রধান বিচারপতি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে পৃথিবীর কোনো হত্যাকাণ্ডের মিল পাওয়া যায় না। আমরা এই হত্যাকাণ্ডে স্তম্ভিত হই। আর সবচেয়ে কষ্টদায়ক হল, বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্রের আইন দ্বারা বিচারের পথ বন্ধ করা হয়।

“কিন্তু আমি বিচার বিভাগের একজন সদস্য হিসেবে আজ গৌরবান্বিত বোধ করি এই কারণে যে, এই সুপ্রিম কোর্টই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রশস্ত করেছিল।”

তিনি বলেন, ‘এই মামলা যখন উচ্চ আদালতে আমি তখন আপিল বিভাগের সর্বকনিষ্ঠ বিচারক। খুব অসুস্থ ছিলাম এবং সিঙ্গাপুরে আমার ক্যান্সারের চিকিৎসা চলছিল। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার বিচারের বেঞ্চ গঠনের জন্য আমাকে দেশে আসতে বলা হয়। আমি অসুস্থতা নিয়েই দেশে চলে আসি।’

রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল বিএসএমএমইউ এর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।