চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জন্মদিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালো শিল্পী সমিতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনটি নানা আয়োজনে পালিত হচ্ছে তারই হাতে গড়া এফডিসিতে।

নায়ক আলমগীরের নেতৃত্বে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজনে দিনভর জন্মদিন পালনে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কোরআন খতম দেয়া হয়। এরপর বেলা ১২ টার দিকে এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক নায়ক আলমগীর, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা নিপুণ, সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যকরী সদস্য অমিত হাসান, জেসমিন, চিত্রনায়ক রিয়াজ, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক নেতা মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে।

এফডিসির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা শেষে শিল্পী সমিতির নেতারা সবাই ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান।

সাইমন চ্যানেল আই অনলাইনকে জানান, সেখান থেকে ফিরে জাতির জনকের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএফডিসিতে দুপুরে বিরাট প্রীতিভোজে অংশ নেবেন তারা। এরপর বিকেল থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।