চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের অঘোষিত কর্মবিরতি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বজনদের মারপিট করার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পর বৃহস্পতিবার রাত থেকে তারা অঘোষিত কর্মবিরতি শুরু করছে।

কর্মবিরতির বিষয় নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শুক্রবার বিকেলে ৪ টায় জরুরি সভা আহ্বান করেছিলেন। কিন্তু শুক্রবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা যায়, সেখানে কর্মরত চিকিৎসকরা কাজ করলেও ইন্টার্ন চিকৎসকরা কাজে যোগ দেননি।

সার্জারি বিভাগের সহকারি রেজিস্টার ডাক্তার খালিদ আব্বাস খান জানান, ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকেই হাসপাতালে আসেনি।তবে তাদের অনুপস্থিতিতে চিকিৎসার কাজে কোনো ব্যাঘাত ঘটছে না। আমরা কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছি।

বগুড়া মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম মাসুদ আহসান জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়টি তারা আমাকে জানায়নি। তবে তাদের উপস্থিতি একেবারেই কম। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চিকিৎসা সেবা সঠিক ভাবে হচ্ছে কি না সে জন্য দু’টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।