চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বক্সিং ডে টেস্টে ভারত একাদশে ওলট-পালট

স্মৃতিতে ৩৬ রানে অলআউট হওয়ার দগদগে ক্ষত। তাতে প্রলেপ দিতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের একাদশে একাধিক পরিবর্তন আনছে ভারত।

প্রথম সন্তান জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকবেন বলে অ্যাডিলেড টেস্টের পর দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্টে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।

আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার পৃথ্বী শ এবং উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।

ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গী হবেন অভিষিক্ত শুভমন গিল। তিনে থাকছেন চেতেশ্বর পূজারা। দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। উইকেটরক্ষক হিসেবে খেলবেন রিশভ পান্ট।

ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন থাকছেন। তিন পেসারে সেজে জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদবের সঙ্গী হিসেবে অভিষেক ঘটবে মোহাম্মদ সিরাজের। মোহাম্মদ শামির জায়গায় খেলবেন সিরাজ।

বক্সিং ডে টেস্টে ভারত একাদশ-
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রিশভ পান্ট, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।