চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বই উৎসবে ৬ ঘণ্টা রোদে শিক্ষার্থীরা, অসুস্থ ১

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রখর রোদে ৬ ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এসময় অনুষ্ঠানে দাঁড়িয়ে থাকা ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ্য মিরাজ ওই বিদ্যালয়ের ‘ঘ’ শাখার শিক্ষার্থী।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী শিক্ষা কর্মকর্তার অজুহাতে অনুষ্ঠান ৬ঘণ্টা পর শুরু করেন।

বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে: উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বই নেয়ার জন্য সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে শুরু করে। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠের মঞ্চের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেয়। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে মঞ্চে উপস্থিত হলেও উপজেলা শিক্ষা অফিসার আসতে দেরি করেন। শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম বিদ্যালয়ে আসার পর দুপুর ২টার দিকে বই উৎসব অনুষ্ঠান শুরু হয়। এতে শিক্ষার্থীরা প্রায় ৬ ঘণ্টা রোদে দাড়িয়ে থাকায় তারা অসুস্থবোধ করে। এসময় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিরাজ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। শিক্ষক সাইফুল ইসলাম বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিলে মিরাজ সুস্থ হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আল মুজাহিদ শাহিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত অনেকেই জানান, দেরিতে অনুষ্ঠান শুরু হওয়ার কারণে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী সকালে না খেয়ে বই নিতে এসেছে, তাদের ঘণ্টার পর ঘণ্টা মাঠে দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি।

শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা অস্বীকার করে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন: বই উৎসব অনুষ্ঠানে কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে গেছে এটা জানা নেই।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন: অনুষ্ঠান দুপুর ১২টা থেকে শুরু হওয়ার কথা ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ সকাল থেকে শিক্ষার্থীদের হাজির করা ঠিক হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী অসুস্থ হতে পারে।