চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফ্লোরিডায় ভবন ধস: তিন বছর আগেই সতর্ক করা হয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে ১২ তলার অ্যাপার্টমেন্ট ভবনের আংশিক ধসে পড়েছে, তা নিয়ে তিন বছর আগেই সতর্ক করা হয়েছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে।

রয়টার্স বলছে, ২০১৮ সালের একটি ইঞ্জিনিয়ারিং প্রতিবেদনে ভবনটি নিয়ে সতর্ক করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ভবনটির নিচে কংক্রিটের স্ল্যাবে ‘বড় ধরনের কাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজে অনেক ফাটল ও ভেঙে পড়ার প্রমাণ রয়েছে।

শনিবার প্রায় একই ধরনের তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমসও।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাতে মায়ামি শহরের ব্যারিয়ার দ্বীপের সার্ফসাইড এলাকার চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের বহুতল ভবনটির বড় একটি অংশ ধসে পড়ে।

সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৪০ বছরের পুরনো ভবনটির এক পাশের পুরো অংশটি দুই ভাগে ভাগ হয়ে একটি পর আরেকটি ভেঙে মাটিয়ে লুটিয়ে পড়ছে।

ঘটনার সময় ওই ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে ১৩০টিরও বেশি ইউনিট ছিল, যার মধ্যে প্রায় ৮০টিতে তখন মানুষ ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এখন পর্যন্ত তাদের মধ্যে চার জন নিহত ও ১৫৯ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।