চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফ্রান্সে ট্রেনে অস্ত্রধারীদের হামলায় আহত ৩

ফ্রান্সের উত্তরাঞ্চলে শনিবার একটি ট্রেনে অস্ত্রধারীর হামলায় ৩ জন আহত হয়েছে। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যাত্রীদের সহায়তায় ওই হামলাকারীকে আটক করা হয়।

হামলাকারী মরোক্কোর অধিবাসী বলে জানা গেছে। তার কাছ থেকে একটি কালাশনিকভ রাইফেল, ছুরি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

ফরাসী গণমাধ্যমগুলো বলছে, হামলাকারীকে যে মার্কিন যাত্রীরা আটক করেছে তারা ইউএস মেরিন-এর সদস্য। ট্রেনের টয়লেটের ভেতর থেকে গুলি ভরার শব্দ শুনে তারা সচেতন হয়। হামলাকারী টয়লেট থেকে বের হওয়ার সাথে সাথে তাকে আটকের চেষ্টা করে।

সে সময় হামলাকারীর এলোপাতারি গুলি ও ছুরির আঘাতে আহত হয় তিন যাত্রী।

একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। হামলাকারীকে আটকে সহায়তা করায় মার্কিন যাত্রীদের প্রশংসা করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।