চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্রান্সে জরুরি অবস্থা আরও তিন মাস

গত বছর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জারি করা জরুরি অবস্থার মধ্যেই আবারো হামলা হয় নিস শহরে। এই হামলার পর জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট
ফ্রাঁসোয়া ওঁলাদ বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্তের কথা জানান।

ফ্রান্সের জাতীয় দিবসের একটি অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের নিস শহরে সমবেত জনতার
ভিড়ে গুলি চালানোর পাশাপাশি লরি তুলে দেওয়ার ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৮০
জন।

এই অবস্থায় অতিরিক্ত যে ১০ হাজার সেনা সদস্য বেসামরিক নিরাপত্তা বাহিনীকে সহায়তায় নিযুক্ত রয়েছেন তার সংখ্যাও বাড়ানো হবে। এছাড়াও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

নিস শহরে হামলা মাত্র কয়েকঘণ্টা আগেই ওঁলাদ বলেছিলেন, জরুরি অবস্থার মেয়াদ হবে ২৬ জুলাই পর্যন্ত।

প্যারিস হামলার পর ঘোষিত জরুরি অবস্থা ইউরো ফুটবল এবং সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর দ্য ফ্র্যান্স উপলক্ষে দুই দফায় মেয়াদ বাড়ানো হয়েছিল।

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসে ফুটবল স্ট্যাডিয়ামের বাইরে এবং কয়েকটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় শতাধিক নিহত হয়। এর পরেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ওঁলাদ।