চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফ্রান্সের বিপক্ষে উরুগুয়ের কাভানিকে হারানোর শঙ্কা

উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হয়তো খেলতে পারবেন না। খবর ইএসপিএন ফুটবলের।

দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, পর্তুগালের বিপক্ষে তিনি ইনজুরিতে পড়েন। এখনো সেরে ওঠেননি।

কাভানি দারুণ ফর্মে রয়েছেন। রোনালদোদের বিপক্ষে একাই দুই গোল করে ম্যাচ বের করে নেন। ওই ম্যাচে ৭৪তম মিনিটে তাকে উঠিয়ে নেয়া হয়। দলের সঙ্গে তিনি টানা তৃতীয়দিন অনুশীলন করতে পারেননি।

ফ্রান্সের বিপক্ষে ৬ জুলাই মাঠে নামবে উরুগুয়ে। তার পরিবর্তে দলে আসতে পারেন ক্রিস্টিয়ান স্টুয়ানি।

উরুগুয়ে ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘তার প্রচণ্ড ব্যথা। আলাদাভাবে তাকে নিয়ে কাজ করা হচ্ছে।’

উরুগুয়ে এখন পর্যন্ত তাদের চারটি ম্যাচেই জয় পেয়েছে। গোল হজম করেছে একটি। এই ম্যাচগুলোতে ৩১ বছর বয়সী কাভানি তিনটি গোল করেছেন।