চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেসবুক শিশুদের ক্ষতি ও গণতন্ত্রকে দুর্বল করছে

দাবি প্রতিষ্ঠানটির সাবেক কর্মীর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শিশুদের ক্ষতি করছে। শুধু তাই নয়, ফেসবুক গণতন্ত্রকেও দুর্বল করছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী ফ্রান্সেস হাউগেন।

সোমবার বিশ্বের বহু দেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ছয় ঘণ্টা ডাউন থাকা নিয়ে তোলপাড়ের মধ্যেই এমন গুরুতর অভিযোগ তুলেছেন ফ্রান্সেস হাউগেন।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের শুনানিতে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ শুধু মুনাফার দিকেই নজর দিচ্ছেন। ফলে ফেসবুক শিশুদের ভয়ানক ক্ষতি করার পাশাপাশি বিভাজনকেও উসকে দিচ্ছে।

এদিন ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসে শুনানিতে সাক্ষ্য দিতে আসেন তিনি। দীর্ঘ পাঁচ ঘণ্টার বক্তব্যের শুরুতেই ফেসবুকের নীতি নির্ধারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও মার্ক জাকারবার্গকে জবাবদিহিতার আওতায় আনার মতো কেউ নেই।

৩৭ বছর বয়সী এই সাবেক কর্মকর্তা বলেন, ফেসবুকের পণ্যগুলো শিশুদের জন্য ক্ষতিকর, এছাড়া আমাদের গণতন্ত্রকে দুর্বল করছে। প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা জানেন কীভাবে ফেসবুক-ইনস্টাগ্রামকে আরও নিরাপদ করা যায়। যদিও এ নিয়ে তাদের মাথাব্যাথা নেই। এতকিছু জানা সত্ত্বেও কোনও পরিবর্তন আনা হচ্ছে না। কারণ, তাদের উদ্দেশ্য কীভাবে মুনাফা বাড়ানো যায়।

এ অবস্থায় শুনানিতে মার্কিন আইনপ্রণেতাদের ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি।

এদিন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের দু’পক্ষই ফেসবুকের বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।