চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেসবুক প্রতারণা থেকে বাঁচতে তাসকিনের পরামর্শ

ইন্টারনেট মানুষকে নতুন অনেক কিছু জানতে সাহায্য করছে। বিশ্ববাসীর কাছে এক অফুরন্ত তথ্যভাণ্ডার খুলে দিয়েছে ইন্টারনেট। কিন্তু এর সঙ্গে সঙ্গে বিভ্রান্ত এবং প্রতারিত হওয়ার অনেক সুযোগও সৃষ্টি করেছে এই ইন্টারনেটই।

সামাজিক মাধ্যম যেমন দূরের মানুষগুলোকে কাছে আনছে, তেমনি ভুল মানুষকেও প্রতারণা এবং ক্ষতি করার সুযোগ করে দিচ্ছে।

প্রতারণার এমনই এক ঘটনার অবতারণা করে সবাইকে সতর্ক করে দিতে চাইলেন তরুণ বাংলাদেশী ক্রিকেটার তাসকিন আহমেদ। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তাসকিন লিখেছেন:

‘আসসালামু আলাইকুম সকলকে,আজ সকালে অনুশীলনে যাবার সময় আমার বাসার নিচে দুইজন মেয়ে মানুষ আসে। আমি বললাম জ্বী বলেন। মেয়েটা একটা ফেইক আইডি দেখিয়ে জিজ্ঞাসা করলো এইটা আমার আইডি নাকি। আমি বললাম না। তখন মেয়েটা আমাকে বলেন প্রায় ১ মাস ধরে তার সাথে চ্যাটিং ও ফোনে কথা বলছে ফেইক আইডির এই মানুষটির সাথে। মেয়েটির থেকে ২ লক্ষ টাকা চায় সেই ফেইক তাসকিন আহমেদ এবং মেয়েটি ১ লক্ষ টাকা দিবার প্রস্তুতি ও নেয়। আজকেই ভাগ্যক্রমে আমার সাথে দেখা হয় এবং সে এই বিপদ থেকে বাঁচেন। সবাই এমন ফেইক আইডি এড়িয়ে চলুন। আমার এই আইডি ছাড়া আর কোন ফেসবুক আইডি নেই। সবাই মেসেজটি শেয়ার করে উপকার করবেন।

ধন্যবাদ।

– তাসকিন আহমেদ তাজিম।’