চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফেরদৌস আরাকে সম্মাননা

নজরুল সংগীত চর্চা এবং গবেষণার অনন্য অবদানের জন্য বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরাকে সম্মাননা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

শুদ্ধ নজরুল সংগীত চর্চা ও নজরুল গবেষণা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছে বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। দ্রোহ প্রেম ও সাম্যের কবির চিন্তাধারাকে শিশু-কিশোরদের মধ্যে বিস্তৃত করার চেষ্টা অব্যাহত রেখেছেন সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরসপ্তকের মাধ্যমে।

নজরুল সাধনায় এই অসামান্য অবদানের জন্য তাকে সম্মাননা দেয়া হয়। কাজের স্বীকৃতি সবসময়ই আনন্দের উল্লেখ করে ফেরদৌস আরা বলেন এ সম্মান দেশ এবং জাতির প্রতি তার দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে।

এ সময় নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ এবং সাম্যের সুর তুলে ধরতে নিজেকে আরো নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সম্মাননা প্রদান অনুষ্ঠানের পরে ত্রিশালে ময়মনসিংহ জেলা পরিষদ আয়োজিত নজরুল মেলায় সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: