চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফেডারেশন কাপে টানা তৃতীয় ফাইনালে আবাহনী

ম্যাচে হয়েছে ছয় গোল। সবগুলোই দ্বিতীয়ার্ধে। শেষ ৪৫ মিনিটের গোলভরা ম্যাচে শেখ জামালকে হারিয়ে ফেডারেশন কাপে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার হ্যাটট্রিকে প্রথম সেমিফাইনালে শেখ জামালকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে আকাশী-নীলরা।

শেখ রাসেল ও বসুন্ধরা কিংসের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে ফাইনালে লড়বে জাকারিয়া বাবুর শিষ্যরা।

সোমবার রক্ষণ সামলে খেলায় প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। ৫৭ মিনিটে এসে প্রথমবার গোলমুখ খোলেন মাসেই সাইঘানি। রুবেল মিয়ার অ্যাসিস্টে গোল করেন এশিয়ান কোটায় সুযোগ পাওয়া এ আফগান ফুটবলার।

ম্যাচে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আকাশী-নীলদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন সানডে চিজোবা। ৬৪ মিনিটে শ্যামল মিয়া তাকে ফাউল করলে ফাউলের বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল করতে ভুল করেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে থাকা শেখ জামাল ব্যবধান কমায় ৭৯ মিনিটে। গোল করেন দিদারুল আলম। সেই গোলের দুই মিনিট পর সানডে নিজের দ্বিতীয় গোল করলে আবারও পিছিয়ে পড়ে শেখ জামাল।

ম্যাচ জমে ওঠে ৮৪ মিনিটে দিদারুলের দ্বিতীয় গোলে। আবাহনীর ডি-বক্সে জটলার সুযোগে জামালকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন এ ফরোয়ার্ড।

তবে শেষ রক্ষা হয়নি শেখ জামালের। দুই মিনিট পর সানডে হ্যাটট্রিক পূর্ণ করলে জয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের।