চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফাল্গুনের ফুল, ভালোবাসার ফুল

ফাল্গুন মানেই ফুল, ভালোবাসা দিবসও তাই। একুশে ফেব্রুয়ারিতে ফুল দিয়েই শ্রদ্ধা জানায় লাখ লাখ মানুষ। মধ্য ফেব্রুয়ারির আগে থেকেই তাই রাজধানীর ফুলের বাজার জমে উঠেছে। তবে বেশ কিছু অঞ্চলে কুয়াশা ও ভাইরাসের কারণে ফুলের উৎপাদন কম হওয়ায় কিছুটা প্রভাব পড়েছে বাজারে।

ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন অঞ্চল থেকে আসা ফুলের সমারোহ ফুলের পাইকারি বাজার শাহবাগে। সারাবছরই জমজমাট থাকে এ বাজার। তবে ফেব্রুয়ারি মাসে আরো বেশি। ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন আর তার পরের দিন ভ্যালেন্টাইন্স ডে। এরপর ২১ ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্য সময়ের তুলনায় এ সময় ফুলের চাহিদা দ্বিগুণ হয় শাহবাগ ও আগারগাঁওয়ের ফুল বাজারে।

এবার দেশীয় গোলাপের কম উৎপাদন হওয়ায় ভালোবাসা দিবসের একেকটি গোলাপের দাম ৫০ থেকে ৬০ আর ভারতীয় ও চায়না গোলাপ ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া গ্লাডিওলাস ৪০ থেকে ৫০, রজনীগন্ধা ৩০, চন্দ্রমল্লিকা ৩০ এবং জারবেরা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বসন্তে বাসন্তী গাঁদা ও লাল গাঁদার কদর বেশি। এছাড়া পমপম, জিপসি, কসমস, ডালিয়া ও টিউলিপের চাহিদা রয়েছে সমানতালে। বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো তোড়া বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি বাবুল প্রসাদ আশা করছেন, এ বছর আবহাওয়া প্রতিকূলে থাকলেও ফাল্গুন ও ভালোবাসা দিবসে কোটি টাকার ফুল বাণিজ্য হবে।

বাইরের দেশ থেকে ফুল আমদানি বন্ধ করে দেশীয় ফুলের বাজারকে আরো সমৃদ্ধ করতে উদ্যোগ নেওয়ার অনুরোধও জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: