চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফাইনালের আগে ‘ফাইনাল’

জয়ের অভ্যাস নিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ

চট্টগ্রাম থেকে: টি-টুয়েন্টিতে বাংলাদেশের কঠিন এক প্রতিপক্ষ আফগানিস্তান। মুখোমুখি দেখায় যাদের কাছে টানা চার ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে প্রথম দেখাতেও হার সঙ্গী হয়েছে। ব্যর্থতার ধারা থেকে টাইগাররা ফেরার সুযোগ পাচ্ছে ফাইনালের আগেই। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

বুধবার জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। তাতে প্রথম দুটি ম্যাচ জেতা আফগানিস্তানেরও ফাইনাল নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ে টানা তিন ম্যাচ হারায়। ২৪ সেপ্টেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামার আগে দুই দলের জন্যই চট্টগ্রামের ম্যাচটি তাই ফাইনালের মহড়া।

শুক্রবার আফগানিস্তান ম্যাচের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আগেরদিন বিশ্রামে কাটানো স্বাগতিকরা সকালে হাজির হয় জহুর আহমেদে। অনুশীলন শেষে টাইগার পেসার শফিউল ইসলাম জানালেন আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েই ফাইনালে নামতে চায় টিম বাংলাদেশ।

‘প্রস্তুতিটা ভালো করা সম্ভব। কালকের ম্যাচটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেললে এ থেকে সবার আত্মবিশ্বাস বাড়বে। জয়ের অভ্যাসটা আমাদের ফাইনাল খেলার জন্য সহায়তা করবে।’

অনুশীলনে ছিলেন দলের সকল ক্রিকেটার। অভিষেকে আলো ছড়ানো লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব চোট নিয়েও নেটে বল করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে মাসাকাদজার ব্যাট ছুঁয়ে আসা বল ফলো থ্রুতে থামাতে গেলে থেঁতলে যায় বিপ্লবের বাঁ-হাতের তালুর অংশ। সেখানে তিনটি সেলাই পড়ায় আফগান ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফাইনালের প্রস্তুতি হিসেবেই মূলত নেটে ফ্রি বোলিং করেছেন এ লেগি।

ম্যাচের আগেরদিন বাংলাদেশ অনুশীলন করলেও আফগানিস্তানের সে সুযোগ নেই। আজই সন্ধ্যায় আনুষ্ঠানিকতার আরেক ম্যাচে যে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আফ্রিকান দলটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার এটিই শেষ আন্তর্জাতিক ম্যাচ।