চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফর্মুলা ওয়ান কিংবদন্তি স্টার্লিং মস মারা গেছেন

বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ব্রিটিশ রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মস। গতির রাজ্যে সর্বকালের সেরাদের একজন ছিলেন ৯০ বছরে চলে যাওয়া এ ইংলিশম্যান।

সেরাদের একজন হলেও কখনোই ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা হয়নি স্যার মসের। ১৯৫১ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ৬৬টি রেসের ১৬টিতে সেরা হয়েছিলেন। প্রথম ব্রিটিশ ড্রাইভার হিসেবে ১৯৫৫ সালে গ্র্যা প্রি জিতে অনন্য কীর্তি গড়েছিলেন। একই বছর ইতালিতে ১০০০ মাইলের মিজলিয়া রেসে নতুন রেকর্ড গড়েন তিনি।

১৯৬২ সালে এক দুর্ঘটনায় ছয় মাস পক্ষাঘাতগ্রস্ত থাকার পর ফর্মুলা ওয়ানসহ বড় ধরনের রেসিং থেকে অবসর নেন স্টার্লিং মস। যদিও ৮১ বছর পর্যন্ত নানা রকম শখের প্রতিযোগিতায় দেখা গেছে তাকে।

২০১৬ সালে সিঙ্গাপুরে বক্ষব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ১৩৪ দিন হাসপাতালে ছিলেন মস। ২০১৮ সালের পর জনসম্মুখে দেখা যায়নি তাকে।