চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে ১ জন নিহত, দগ্ধ ৩৪

কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ৩৪ জন।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, কারখানার ভেতর প্রায় দুই শতাধিক মানুষ কাজ করেন। যে ইউনিটে আগুন লাগে সেই ইউনিটে ৫০/৬০ জন লোক কাজ করতেন। আগুনে দগ্ধ হয়ে ৩৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বেশিরভাগ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসে সাংবাদিকদের বলেন, কেরানীগঞ্জের ওই কারখানার অনুমোদন ছিল না। যারা স্থানীয় সরকারি কর্মকর্তা, তাদের উচিৎ ছিল ফায়ার সার্ভিসের সঙ্গে এক হয়ে আগে থেকেই এগুলো চিহ্নিত করা। সামনে অবশ্যই তারা এ কাজ করবে।

ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, অগ্নিকাণ্ডের পরপরই আমাদের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। কী কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।