চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্লাস্টিকের খেলনা তৈরিতে নতুন নীতিমালা

আইনি নোটিশ পাওয়ার পর প্লাস্টিকের তৈরি খেলনা সামগ্রীর মান নির্ধারণে নীতিমালা প্রণয়ন করেছে বিএসটিআই। যেখানে শিশুদের জন্য তৈরি প্লাস্টিকের খেলনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এ ধরনের কোন নীতিমালা এতদিন ছিল না।

আইনজীবী জেড আই রবিনের দেয়া লিগ্যাল নোটিশের পর এই নীতিমালার কথা জানায় বিএসটিআই।

শিশুদের জন্য তৈরি করা প্লাস্টিকের খেলনা সামগ্রীতে থাকা রাসায়নিক পদার্থ  মারাত্নক ক্ষতির কারণে এমন নোটিশ দিয়েছেন আইনজীবী।

বর্তমানে নীতিমালা হওয়ায়, খেলনাগুলোতে কোন কোন দ্রব্য কিংবা রাসায়নিক কি পরিমাণে থাকবে তা নির্ধারণ করা হয়েছে।

এতে করে শিশুরা এসব খেলনা সামগ্রী ব্যবহার করে কোন শারীরিক ক্ষতির সম্মুখীন হবে না।