চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রাণিসম্পদে নতুন এক সম্ভাবনা ‘গয়াল’

তৃণভোজী বন্যপ্রাণি গয়ালের সম্ভাবনার কথা জানাচ্ছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সমন্বিত খামারি এরশাদ মাহমুদ। এক যুগ গয়াল পালনের মধ্য দিয়ে বহুমুখি ব্যবহারিক গবেষণা ও পর্যবেক্ষণ করেছেন তিনি।

পাহাড় আর সবুজ অরণ্যের এক অপরূপ ক্ষেত্র রাঙ্গুনিয়ার সুখবিলাস। এখানেই প্রকৃতির সঙ্গে মিলেমিশে খামার চালাচ্ছেন এরশাদ মাহমুদ। নিয়মিত খাদ্যাভাস আর যত্ন করে বনের গয়ালকে করে তুলেছেন গৃহপালিত। তার সংগ্রহে রয়েছে তিন প্রজাতির বেশ কয়েকটি গয়াল।

শুধু লালন পালন নয়, গরুর স্থানীয় জাতের সঙ্গে গয়ালের শংকরায়নও করেছেন তিনি। এরশাদ মাহমুদ বলছেন, গয়ালের রয়েছে বহুমুখি সম্ভাবনা।

বন্য থেকে গৃহপালিত হয়ে ওঠা গয়ালের এমনই আরও কিছু সম্ভাবনা ও সরকারি উদ্যোগের কথা জানিয়েছেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকার।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: